বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১ জন চেয়ারম্যান পদ প্রার্থী। ঘোষিত তফশীল অনুযায়ী আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো। এদিন সকাল থেকে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, উপজেলার ৭ ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে ৩১জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৪ নং শাকপুরা ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মোনাফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দীন সোহেল, নুরুল ইসলাম, আবদুল মালেক ও মোহাম্মদ এমরান। ৫ নং সারোয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেলাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এস.এম মহিউদ্দীন ও এ.এস.এম ইউসুফ চৌধুরী। ৬ নং পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জসিম উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী ছৈয়দ মো. মোদাচ্ছের যুবলীগ নেতা বাবু দাশ, ও এসএম জোবায়ের হাসান। ৭ নং চরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নুরুল আমিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়াইব রেযা, মো. মোস্তাফা কামাল ও রহমত আলী চৌধুরী। ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোকারম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ, মো. ইকবাল ও মো. নাঈম উদ্দীন। ৯ নং আমুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল দে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অনুপম বড়ুয়া পারু ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস এবং ১০ নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনছুর আহাম্মদ বাবুল, স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান, মো. সায়েম, মো. মাহাবুবুল আলম সিদ্দিকী, মো. মোহরম আলী ও মো.মুরাদ হাসান। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আগামী ১২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৯ ডিসেম্বর। ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পৃক্ত খবর
ইউনিয়ন পরিষদ ভবনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ! সহযোগী গ্রাম পুলিশ
(Last Updated On: ) চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরীকে কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে এক গ্রাম পুলিশের সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণ করেছে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকসহ ছয়জন। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি (সোমবার) বিকেলে শ্রবণ প্রতিবন্ধী কিশোরীটি […]
বোয়ালখালীতে খেলাঘরের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
(Last Updated On: ) আমরা বায়ান্নের সৃষ্টি। আমরা মহান মুক্তিযুদ্ধের অংশীদার। বিশ্বকে শিশুর বাসযোগ্য গড়ার আন্দোলন চলবে অবিরাম। আমরা মানুষে মানুষে গড়বই গড়বো মিতালী ।আজ সোমবার (০২ মে ২০২২) বিকেলে খেলাঘর বোয়ালখালী উপজেলা আয়োজিত খেলাঘরের গৌরবের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন ।সংগঠনের বোয়ালখালী উপজেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জামাল আবদুল নাসের এর […]
বোয়ালখালীতে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক প্রশিক্ষণ
(Last Updated On: ) বাল্য বিবাহ নিরোধ আইন সংক্রান্ত বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে কাজী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আয়োজন করেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JIKA)। উপজেলা পরিষদ আইনশৃঙ্খলা […]