বোয়ালখালী উপজেলার ঐহিত্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের অনুমোদিত মোতাওয়াল্লী কমিটির কার্যকারিতা আপাতত: স্থগিত করেছেন ওয়াক্ফ প্রশাসন। গত ২১ ডিসেম্বর ওয়াক্ফ প্রশাসক খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয় গত ১১ সেপ্টেম্বর শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী বিরুদ্ধে মো. শাহাজাহান চৌধুরী একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মোতাওয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী লিখিত জবাব দাখিল করেন। যা সন্তোজনক নয় বিধায় এস্টেটটির রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে উক্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইতিমধ্যে ৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুমোদিত মোতাওয়াল্লীর কার্যকারিতা আপাতত: স্থগিত এবং একই সাথে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অন্তর্বর্তীকালীন ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৪ ধারা অনুযায়ী অফিসিয়াল মোতাওয়াল্লীর দায়িত্ব প্রদান করা হয়। এ ব্যাপারে শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী মুঠো ফোনে জানান, ওয়াক্ফ প্রশাসকের চিঠি এখনো পায়নি। তাই বিস্তারিত বলতে পারছি না। উল্লেখ্য ২০২১ সালে ১০ নভেম্বর ওয়াক্ফ প্রশাসন মো. নুরুন্নবী চৌধুরীকে মোতাওয়াল্লী করে ৯ সদস্য বিশিষ্ট মোতাওয়াল্লী কমিটির অনুমোদন দিয়েছিলেন।
সম্পৃক্ত খবর
দ্বীপশিখা খেলাঘর আসর এর উপদেষ্টা রিটু বড়ুয়ার শোক সভা অনুষ্ঠিত
(Last Updated On: ) দ্বীপশিখা খেলাঘর আসর এর উপদেষ্টা, আসরের সাহিত্য সম্পাদক আনিকা বড়ুয়ার পিতা ও চরণদ্বীপ রজভিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক রিটু বড়ুয়ার অকাল প্রয়ানে আয়োজিত শোক সভায় বক্তারা বক্তব্যে উপরোক্ত উক্তিটি উল্লেখ করেন। ২০ জুলাই, ২০২১, মঙ্গলবার দ্বীপশিখা খেলাঘর আসর এর অস্থায়ী কার্যালয় সুরেশ ভবনে সাংস্কৃতিক সম্পাদক রিয়া বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া […]
বৃক্ষ নিধনের বিরুদ্ধে লাকীর গান
(Last Updated On: ) উন্নয়নের নামে অনেক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানের গাছ কাটা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান, চট্টগ্রামের সিআরবি কিংবা সুন্দরবনের বৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এবার বৃক্ষ নিধনের বিরুদ্ধে গান গাইলেন গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা’খ্যাত লাকী আক্তার। গানের শিরোনাম ‘গাছেদের কান্না’। লিখেছেন পাভেল পার্থ। সুর করেছেন লাকী নিজেই। সংগীতায়োজনে ছিলেন মুয়ীয মাহফুজ। মিক্স-মাস্টারিং ও […]