উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোকারম এর সমর্থনে নৌকার প্রচারণায় হাজারো মানুষের ঢল নামে।
বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের খরণদ্বীপ এলাকায় গণসংযোগকালে এ জনতার ঢল দেখা যায়। এ সময় নৌকা প্রতীকে ভোট চেয়ে কর্মী সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা এবং স^তস্ফুর্তভাবে এলাকাবাসী চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুর ২টা থেকে খরণদ্বীপ কেরানী বাজার ও পার্শ্ববতী এলাকায় গণসংযোগ করেন মোহাম্মদ মোকারম। সন্ধ্যায় কেরানী বাজারে নৌকা প্রতীকের ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। মোহাম্মদ মোকারম বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি এ ইউনিয়নে চারবার নির্বাচনে অংশ নিয়ে ৩বার নির্বাচিত হন। এলাকার উন্নয়নে তিনি অক্লান্ত পরিশ্রম করে জনপ্রিয়তা অর্জন করেন। খরণদ্বীপ ইউনিয়নের ভোটার মোহাম্মদ সেকান্দর আলম বাবর বলেন, অনুন্নত ও অনগ্রসর এ এলাকাকে আজ মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করেছেন মোহাম্মদ মোকারম। ফলে তার বিকল্প অন্য কাউকে চিন্তা করা যাচ্ছে না।