প্রধান পাতা

বোয়ালখালীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

(Last Updated On: )

বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিভিন্ন অসঙ্গতির কারণে সাত খুচরা ও পাইকারী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার শাকপুরা বাজার ও গোমদণ্ডী ফুলতল বাজারে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন।

তিনি বলেন, বিভিন্ন অসঙ্গতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাত পাইকারি ও খুচরা ব্যবসায়ীকে ৭টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে কোন অসাধু ব্যবসায়ী যাতে মেয়াদোত্তীর্ণ, ভেজাল খাদ্য বিক্রি ও অবৈধভাবে মূল্য বৃদ্ধি করে ভোক্তাদের হয়রানি করতে না পারে সেই লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি।