নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় বোয়ালখালী পৌরসভায় ৩ টি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
আজ ২৯ মে, শনিবার বিকেলে পৌরসভার বহদ্দারপাড়া ও পূর্ব কালুরঘাট বড়ুয়া পাড়া দুইটি সহ ৩ টি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন তিনি।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২০-২১ অর্থ বছরে ৩ টি সড়কের আরসিসি দ্বারা উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু,উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাহাদাত হোসেন, বোয়ালখালী থানার ওসি আবদুল করিম সহ উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভার ৩ টি সড়ক হল- সিপাহি নায়েব আলী সড়ক, পশ্চিম কধুরখীল বড়ুয়াপাড়া ও শেখ পাড়ার সড়ক।