প্রধান পাতা

বোয়ালখালীতে ১৫০ লিটার মদসহ মাদক কারবারি হোসেইন্যা গ্রেফতার

(Last Updated On: )

বোয়ালখালীতে একটি পরিত্যক্ত ঘর থেকে ১৫০ লিটার চোলাই মদসহ মো. আনোয়ার হোসেন প্রকাশ হোসেইন্যা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

নুরুল আবছার জানান, সিএনজি চালক হেলাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করা হয়েছে । হত্যার সঙ্গে সরাসরি জড়িত তিন আসামিকে আটক করা হয়েছে। র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে দুপুর বারটার দিকে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

হেলালের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি বোয়ালখালীর জমাদারহাট এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতেন। গত ২৯ নভেম্বর দুপুরে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া পাওয়া যায়নি । গত ৩ ডিসেম্বর বিকেলে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে হেলালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হেলালের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তবে তাঁর সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়নি।