চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস বলেছেন, হাতি মারবেন না, ক্ষয়ক্ষতির ক্ষতি পূরণ সরকার দেবে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দ্রুত প্রদানের সংশ্লিষ্টদের আরো তৎপর হতে হবে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেবেন। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরায় বন বিভাগ আয়োজিত হাতি সংরক্ষণ ও হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিটিউট অব ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর এএইচএম রায়হান সরকার বলেন, হাতি মারা প্রচলিত আইনে অপরাধ, আবার ধর্মীয়ভাবেও অপরাধ। রাতের বেলা আলো জ্বালানো থাকলে হাতি খুব একটা আসে না। তাই বাড়ি ও রাস্তাঘাট আলোকিত করে রাখলে হাতির আক্রমণ থেকে বাঁচা যায়। বনের মধ্যে পর্যাপ্ত খাদ্য ও পানি পাচ্ছে না বলেই হাতি লোকালয়ে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা (চট্টগ্রাম দক্ষিণ) মো. সফিকুল ইসলাম ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকারম। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইউনুচ আজম খোকন ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে অবৈধ দোকান উচ্ছেদ, ৬ জনকে জরিমানা
(Last Updated On: ) বোয়ালখালীতে অবৈধভাবে দোকান বসিয়ে যানজট সৃষ্টিকারী ৬ দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ আগস্ট) সকালে উপজেলার গোমদন্ডী বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন। উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন বলেন, গোমদন্ডী বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং এর পাশে যত্রতত্র […]
বোয়ালখালীতে শিক্ষক সুধাংশু বিমল ধর পরলোকে
(Last Updated On: ) বোয়ালখালী উপজেলা সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ও গোমদ্ডী শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ,দিশারী খেলাঘর আসরের সাবেক সভাপতি সুধাংশু বিমল ধর (৮৫) পরলোক গমন করেছেন। আজ সোমবার (১৪ নভেম্বর২২) সন্ধ্যা ৭ টায় বার্ধক্যজনিত কারনে নগরীর মোহরা মৌলভী বাজারস্থ বাসায় পরলোক গমন করেছেন। আজ রাত ১১ টায় তাঁর পারিবারিক […]
বোয়ালখালীর কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
(Last Updated On: ) কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।তবে তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সাইকেলযোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসছিলেন। এ সময় সেতুতে ট্রেনে কাটা পড়েন তিনি। তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো। সেতুর পূর্ব […]