চট্টগ্রামের বোয়ালখালীতে সাধারণ মানুষকে সেবা দিতে নিজ কার্যালয়ের ফ্রন্ট ডেক্সে অবস্থান নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার। ২৮ জুন, মঙ্গলবার সকাল থেকে তিনি উপজেলা ভূমি অফিসের নিচতলায় একটি ডেক্সে বসে আগত সেবাপ্রার্থীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তাঁর অফিস কক্ষ হচ্ছে ভূমি অফিসের দ্বিতীয় তলায়। তবে সাধারণ মানুষজন ভূমি সংক্রান্ত বিষয়ে তাঁর কক্ষে খুব একটা যেতে চান না। সেই কারণেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, সেবাপ্রার্থীরা আমার কক্ষে প্রবেশ করতে খুব একটা চান না। তাই তাঁদের সেবা নিশ্চিত করতেই নিজ কক্ষ ছেড়ে নিচতলার ফ্রন্ট ডেক্সে অবস্থান নিয়েছি। সাধারণ মানুষের কথা শুনছি, তাঁদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি। এ কার্যক্রমে খুশি সেবাগ্রহীতারা। সেবাপ্রার্থী মো. হারুন বলেন, গতকাল সোমবার থেকে সহকারী কমিশনার মহোদয় ভূমি সংক্রান্ত বিষয়ে সরাসরি কথা বলছেন। এতে অনেক বিষয় সহজে সমাধান হয়ে যাচ্ছে। ফলে ভূমি নামজারী, দাখিলা কাটাসহ যাবতীয় কার্যক্রমে হয়রানি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পৃক্ত খবর
কোটি টাকা হাতিয়ে নেওয়া টেকনাফ বন্দরের কম্পিউটার অপারেটর আটক
(Last Updated On: ) টেকনাফ বন্দরের সাবেক কম্পিউটার অপারেটর ‘শত কোটি টাকার মালিক’ নুরুল ইসলামকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, টেকনাফ বন্দরের কম্পিউটার অপারেটর থেকে শত কোটি টাকার মালিক বনে গেছেন নুরুল ইসলাম। তার বাড়ি ভোলায়। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে […]
জনসমাগম নিষিদ্ধ, রাত ১০টার পর বের হতে বারণ
(Last Updated On: ) করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় মানুষের চলাফেরা ও লোক সমাগমের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এজন্য ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর মধ্যে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধসহ রাত ১০টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিয়ন্ত্রণের মতো নির্দেশনাও রয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. […]
বীরমুক্তিযোদ্ধা,শিক্ষাবিদ কমরেড সুনিল চক্রবর্তীর জম্মদিন আজ
(Last Updated On: ) বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ কমরেড সুনিল চক্রবর্তীর জম্মদিন আজ। ১৯৪৭ সালের ১ লা জানুয়ারী পম্চিম শাকপুরার সম্ভ্রান্ত ব্রাহ্মন পরিবারে তিনি জম্গ্রহন করেন । বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের প্রয়াত নিরঞ্জন চক্রবর্তী ও প্রয়াত নির্মলা চক্রবর্তীর দ্বিতীয় সন্তান তিনি তিনি ১৯৬৩ সালে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় মেট্টিকুলেশন, পরবর্তীতে কানুগোপাড়া স্যার […]