চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে তানজিনা আকতার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে তানজিনাকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। তানজিনা উপজেলার পশ্চিম শাকপুরা ১নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তানজিনা শাকপুরা এ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, বুধবার ভোর ৪টার দিকে তানজু নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা তানজিনাকে সাপে কেটেছে বলে জানিয়েছেন। স্থানীয় শাকপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তানজিনার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সাপে কাটার দাগ পাওয়া গেছে।
সম্পৃক্ত খবর
বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
(Last Updated On: ) বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, পবিত্র মাহে রমজানের অতি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। যা অনুধাবন ও অনুসরণ করে নিজেকে পরিশুদ্ধ করার এক মহৎ উপায়। আজ (১৬ এপ্রিল) শনিবার বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। এতে বিশেষ অতিথির […]
নারীদের ফেসবুক হ্যাক করে টাকা নিতেন তিনি
(Last Updated On: ) মামুন মিয়া (২০), সুনামগঞ্জের হাওর এলাকার বাসিন্দা। প্রবাসী নারীদের ফেসবুক আইডি হ্যাক করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। এ ক্ষেত্রে ‘ফিশিং লিংক’ (কাউকে ধোঁকা দিয়ে হ্যাক করতে অনলাইন মাধ্যমে পাঠানো লিংক) ব্যবহার করতেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুন) তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম […]
বোয়ালখালীতে সালিশী বৈঠকে ছুরিকাঘাত, থানায় মামলা
(Last Updated On: ) বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের এক সালিশী বৈঠকে মো. এমরান হোসেন (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের কলিমুল্লা বাড়ির মো. ওসমানের ছেলে। এ ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) আহত এমরানের পিতা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামীয় ১২ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন। আহত […]