বোয়ালখালী উপজেলার ঐতিহ্যেবাহি শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজের ১৭৩ তম শুভ আর্বিভাব দিবসের উৎসব কমিটি গঠন কল্পে এক সভা কধুরখীল ( আকুবদণ্ডী) সমাধীপীঠ প্রাঙণে অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর ( শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চিন্তাহরন দে।
মন্দির পরিচালনা স্হায়ী পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, মন্দির পরিচালনা স্হায়ী পরিষদের সভাপতি বিকাশ দেওয়ানজী,দিপু রায়,গিরিজা শংকর রায় ( ফুলু),নারায়ন দে ( টাবু), মিলন দে, শিশু নাথ, রঘুনাথ মজুমদার, প্রকাশ দেওয়ানজী, রাজীব চক্রবর্তী, দোলন রায়, বিশ্বজিৎ চৌধুরী ( বিশু), রাজু দে, নবজিৎ চৌধুরী ( রানা), টিংকু দে, যীশু নাথ, , টিটন দে( টিটু),হিল্লোল চৌধুরী ( জনি), মিথুন চৌধুরী( রনি), অরবিন্দ চৌধুরী, রানু মজুমদার, প্রভাত নাথ, তপন মজুমদার, বাবলু দে, পরিতোষ নাথ, জুয়েল নাথ, রুবেল দে, হিমেল চৌধুরী ( জয়), জুয়েল দেবনাথ, অন্ত রায়( মিশু) প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ইউপি সদস্য শংকর চন্দ্র কে সভাপতি, বিকাশ নাথ কে সাধারণ সম্পাদক ও সজিব দে কে অর্থ সম্পাদক করে ১৭৩ তম শুভ আবির্ভাব দিবসের উৎসব কমিটি গঠন করা হয়।