প্রধান পাতা

বোয়ালখালীতে শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছের ৬৮তম জন্মবার্ষিকী উদযাপন 

(Last Updated On: )

বোয়ালখালীতে শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। 

গতকাল শুক্রবার (৩১ মে) বিকেল ৪টায় এই উপলক্ষ্যে খেলাঘর বোয়ালখালী উপজেলার কার্যালয়ে সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক .কাজল নন্দী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংষ্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, শৈবাল আদিত্য, শ্যামল বিশ্বাস, মোজাম্মেল হক এরশাদ, ডাঃ ননী সরকার,নন্দ দুলাল চৌধুরী, কামরুল হাসান তুহিন ও মো. পারভেজ, কাজল শীল,সুকান্ত শীল,শাহা আলম বাবলু, জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন খেলাঘরের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শহিদ বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদানের জোর দাবী জানানো হয়।