বোয়ালখালীতে জালজালিয়াতির মাধ্যমে মৌরশী সম্পত্তি আত্মসাতের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার বিআরডিবি মিলনায়তনে ওই পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশ বোস।
তিনি জানান, আদালতে বিচারাধীন সম্পত্তি বিষয়ে তথ্য গোপন করে বিক্রি করার পাঁয়তারা করছেন প্রতিপক্ষের লোকজন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন বিরোধীয় সম্পত্তি আমুচিয়া ইউনিয়নের স্বর্গীয় আশুতোষ দত্তের একমাত্র কন্যা বাসন্তী বসুর। কিন্তু একটি মহল জালজালিয়াতির মাধ্যমে সম্পত্তি সমূহ আত্মসাতের উদ্দেশ্যে আশুতোষ দত্তকে নি:সন্তান ও তার কন্যাকে স্ত্রী উল্লেখ করে ওয়ারিশ সনদ সৃষ্টি করে মালিক বনেছেন প্রতিপক্ষরা। তারা ওই সনদ ব্যবহার করে নামজারী খতিয়ান সৃজন করে একটি প্রভাবশালী মহলকে আমমোক্তারনামা রেজিষ্ট্রী করে দেন। এ বিষয়ে বিজ্ঞ বোয়ালখালী সহকারি জজ আদালত পটিয়া চট্টগ্রামে (অপর ১৬১/২০২০) মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি প্রতিপক্ষ প্রভাব বিস্তার করে বিরোধীয় সমুদয় সম্পত্তি বিক্রির চেষ্টা করছে। বিষয়টি লিখিত ভাবে বোয়ালখালী সাব রেজিষ্ট্রারকে অবগতি করেছি। এরপরও উঠে পড়ে লেগেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিভু বোস ও উত্তম বোস ।
(Last Updated On: )