বোয়ালখালীতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ভ্যান চালক মো. লোকমান হোসেন (৪২) মারা গেছেন। ২৮ জুন, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত লোকমান উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খাঁন বাহাদুর পাড়ার চৌকিদার বাড়ীর আবদুস সাত্তারের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া বুড়া মসজিদ সড়কের গ্রামীন ব্যাংকের সামনে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন লোকমান। এ সময় দ্রুত গতির একটি মোটর সাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম বলেন, নিহত লোকমানের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, মোটর সাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে জাহেদ-নওশাদ- সালমা নির্বাচিত
(Last Updated On: ) বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হেলিকপ্টার প্রতীকে ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোহাম্মদ জাহেদুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিক আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট। বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা […]
করোনায় একদিনে ৩৪ মৃত্যু, শনাক্ত ১২১৮৩
(Last Updated On: ) করোনাভাইরাসে আক্রান্ত দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। […]
বোয়ালখালীতে বাল্য বিয়ে ঠেকালেন ভ্রাম্যমাণ আদালত, ৩০ হাজার টাকা জরিমানা
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বি কে কনভেনশন হলে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আলাউদ্দিন। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ। তিনি বলেন, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির […]