বোয়ালখালী পৌরসভার উদ্যােগে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল বুধবার।
এইদিন দুপুর ২টায় পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
এতে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
এই উপলক্ষে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পৌর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও পৌর মেয়র জহুরুল ইসলাম বলেন, মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। এতে ৮টি দল অংশ নিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বাবলু, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা মনি, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হক, হেলাল উদ্দিন টিপু, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও হিসাব রক্ষক মুজিবুর রহমান প্রমুখ।