চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে আল্লামা অছিউর রহমান হেফজখানা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ইফতেখার মালেকুল মাশফি (৭) হত্যাকাণ্ডের রহস্য প্রায় সাড়ে ৩ মাস পর উদঘাটিত হয়েছে। একই মাদ্রাসার ১৫ বছর বয়সী হেফজ বিভাগের দুই ছাত্রই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পিবিআই। আজ রোববার (১৯ জুন) সকালে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কম্বল উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত পিবিআই কর্মকর্তা নাজমুল আহসান বলেন, আমাদের কাছে তদন্তভার অর্পণ হওয়ার পর সার্বিক দিক বিবেচনায় নিয়ে আমরা তদন্ত কার্যক্রম চালায়। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও পিবিআইয়ের নিজস্ব পন্থায় আমরা দুইজন মাদ্রাসা ছাত্র শনাক্ত করি। তারা ছিল ১৫ বছর বয়সী দুই শিশু। তারা ঘটনার প্রত্যক্ষ বিবরণ দেয়। তাদের জবাববন্দির আলোকে আমরা ঘটনার সঙ্গে জড়িত দুই শিশুকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্য মতে-আমরা ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, কম্বল ও আনুসঙ্গিক আলামত উদ্ধার করি। তিনি বলেন, ভিকটিমের বয়স ছিল ৭ বছর আর ঘটনায় জড়িতরা ছিল ১৫ বছরের। ভিকটিমের সঙ্গে ঘটনায় জড়িত দুইজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। বিশেষ করে খাবার পরিবেশন, খাবার গ্রহণ, অন্যান্য জীবন প্রণালি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধ ছিল। সে বিরোধের জেরে মাশফিকে হত্যা করা হয়। উল্লেখ্য, গত ৫ মার্চ চরণদ্বীপ আল্লামা অছিউর রহমান হেফজখানা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ইফতেখার মালেকুল মাশফিকে জবাই করে হত্যা করা হয়।
সম্পৃক্ত খবর
কালুরঘাটে টেম্পো উল্টে প্রবাসী নিহত
(Last Updated On: ) কালুরঘাটে সিএনজি চালিত টেম্পো ( টুকটুকি) উল্টে আবু বক্কর (৫০)নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে ৩টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আনন্দের বাড়ির নোয়া মিয়ার পুত্র।স্থানীয় শিক্ষক মো. জাকির হোসেন জানান, নগরীর মেয়ের বাসা থেকে বাড়ি আসার সময় […]
বোয়ালখালীতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ৪৭ ভূমিহীন পরিবার
(Last Updated On: ) বোয়ালখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর উপহার পাচ্ছেন ৪৭ পরিবার।আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপরই তাদের হাতে ঘরের চাবি তুলে দিবে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে ১৮ জুন সকাল ১০টায় উপজেলা হল রুম(অপরাজিতা)য় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন […]
বোয়ালখালীর খরণদ্বীপে নৌকার প্রচারণায় জনতার ঢল
(Last Updated On: ) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোকারম এর সমর্থনে নৌকার প্রচারণায় হাজারো মানুষের ঢল নামে। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের খরণদ্বীপ এলাকায় গণসংযোগকালে এ জনতার ঢল দেখা যায়। এ সময় নৌকা প্রতীকে ভোট চেয়ে কর্মী সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা এবং স^তস্ফুর্তভাবে এলাকাবাসী চেয়ারম্যানের সাথে সৌজন্য […]