প্রধান পাতা

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের জরিমানা

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১০ জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ মে, বৃহস্পতিবার পৌর সদরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন। তিনি জানান, সড়কের ফুটপাত দখল করায় ৫ জনকে ৩ হাজার টাকা এবং কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করায় ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।