বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ০৪টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা
আজ বুধবার ( ০৩ মে ২০২৩) সকাল ১১ টায় উপজেলা সদর ও গোমদন্ডী ফুলতলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এ আদালত পরিচালনা করেন। এ সময় ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে মোজাফ্ফর হোসেন (৩৬) কে ৮ হাজার টাকা, আকতার হোসেন (৪৫) কে ২ হাজার টাকা, এস এস কুতুব উদ্দিন (২২) কে ৫হাজার টাকা এবং মোঃ ইব্রাহিম (৩২) কে ৫হাজার- টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।