প্রধান পাতা

বোয়ালখালীতে ভোট শুরুর আগেই সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) ভোট শুরুর আগেই এই ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যমের ৮টি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছেন সংবাদকর্মীরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুল হক অনিক বলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে। আমি আসাদিয়া কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষের থামাতে গিয়ে মাথায় হালকা আঘাত পেয়েছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়।