প্রধান পাতা

বোয়ালখালীতে ভোট পুন:গণনার দাবি সদস্যপ্রার্থীর

(Last Updated On: )

বোয়ালখালীতে পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের সাধারণ সদস্যপ্রার্থী মো.ইলিয়াছ শরীফ ভোট পুন:গণনার দাবি জানিয়ে রির্টানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। ৬ জানুয়ারি বৃহস্পতিবার তিনি এ আবেদন করেছেন। সদস্য পদপ্রার্থী মো. ইলিয়াছ শরীফ অভিযোগে বলেন, পোপাদিয়া ৩নং ওয়ার্ড কেন্দ্রে ভোট গ্রহণ শেষে গণনাকালে তরিগড়ি করে প্রতিদ্বন্দ্বী ক্রিকেট ব্যাট প্রতীকের প্রার্থী এসএম আবুল মনছুরকে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। তিনি ফুটবল প্রতীকে ৪৪৫ ভোট ও ক্রিকেট ব্যাট প্রতীকে ৪৫৩ ভোট পেয়েছে বলে জানান। এসময় ফুটবল প্রতীকের এজেন্ট খালেদ আশরাফ নয়ন পুন:গণনার দাবি জানালে প্রিজাইডিং অফিসার একটি বান্ডিল গণনা করেন। গণনায় ফুটবল প্রতীকে ১ ভোট বেশি পাওয়া যায়। ফলে ফুটবল প্রতীকের ভোট দাঁড়ায় ৪৪৬ ভোট। কিন্তু অন্যান্য বান্ডিল গণনা না করে প্রিজাইডিং অফিসার হুমকি ধমকি দিয়ে কেন্দ্র ত্যাগ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, প্রতিকারের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ করতে হবে প্রার্থীকে।