প্রধান পাতা

বোয়ালখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্টিত

(Last Updated On: )

ভিটামিন এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. প্রতীক সেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। জিহাদ বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ প্রিয়ঙ্কা চৌধুরী ও প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের। সভায় আগামী ১২-১৬ জুন পর্যন্ত ৪ দিনব্যাপী শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়। এসময় ইসলামিক ফাউণ্ডেশনের বোয়ালখালী শাখার সভাপতি রিদোয়ানুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কন্সালটেন্ট এইস,এইচ, রাশেদুল আলাম,ও মেডিকেল অফিসার(ডিসি) ডাঃ তাপস কান্তি মজুদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিত কুমার দত্ত, এইচআই ইনচার্জ দুলাল চন্দ্র শর্ম্মা, শরৎচন্দ্র রাজবংশী উপস্থিত ছিলেন