চট্টগ্রামের বোয়ালখালীতে মো. সোলাইমান (২৮) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোলাইমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ীর আবুল কালামের ছেলে। ৩ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। সোলাইমানের ছোট ভাই মো. ফোরকান জানান, সোলাইমান পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙারির জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ভাঙারি কিনতে রিকশা নিয়ে বের হয়েছিলেন সোলাইমান। এরপর সে আর বাড়ি ফিরেনি। সন্ধ্যা থেকে তার খোঁজ করছিলাম। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে নিহত সোলাইমানের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোলাইমানের পকেটে টাকা, গাড়ির চাবি ও সাথে একটি প্লাস্টিকের একটি বোতল পাওয়া গেছে। তার ব্যাটারি চালিত অটোরিকশাটিেউদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি সে মাতাল অবস্থায় জমিতে পড়ে গিয়েছিল। জমির জমা পানিতে সে ডুবে যাওয়ায় উঠতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীবাসীকে ঘরে থাকার আহবান
(Last Updated On: ) বোয়ালখালীবাসীকে ঘরে থাকার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার । তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন – আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের কারণে দেশে লকডাউন চলমান রয়েছে। গত কয়েকদিন ধরে বোয়ালখালী স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে বোয়ালখালী উপজেলায় উল্লেখযোগ্য হারে করোনার রোগী বৃদ্ধি পেয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। […]
বোয়ালখালী উপজেলা পরিষদের উপ নির্বাচন ১৬ মার্চ
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের শুন্য পদে উপ নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি, সোমবার নিবার্চন কমিশন এ সময়সূচি ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ […]
বোয়ালখালীতে দুস্থদের পাশে পাঠশালা
(Last Updated On: ) বোয়ালখালীতে করোনাকালীন অসহায় দুস্থ (ভিক্ষুক,বিধবা, স্বামী পরিত্যাক্ত) মায়েদের পাশে দাড়িয়েছে সৃজনশীল ও সেবাধর্মী সংগঠন পাঠশালা । উপজেলার আওতাধীন যে কোন প্রকৃত ভিক্ষুক, বিধবা ও স্বামী পরিত্যাক্তদের মানবিক সহায়তা প্রদান করা হবে বলে বোয়ালখালী নিউজ ডট কমকে জানান পাঠশালার উদ্যোক্তা সংগঠক সুব্রত দত্ত রাজু । তিনি বলেন করোনাকালীন সময়ে আমাদের আশে পাশে […]