চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে সরকার দলীয় আওয়ামী লীগের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠেছে কতিপয় কিশোর গ্যাং এর বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আল নোমানসহ ৫জন শীর্ষ নেতা। অভিযোগে জানা যায়, বিভিন্ন উপলক্ষে লাগানো ব্যানারগুলো ছিঁড়ে নিয়ে যায় এলাকার কতিপয় চিহ্নিত কিশোর গ্যাং এর সদস্য সঞ্জয় চৌধুরী, সুদীপ্ত দাশ, দেবাশীষ দাশ, সমীরণ চক্রবর্তী ও প্রণয় দাশগুপ্ত শিমুল। এ ব্যাপারে তাদের নিষেধ করেও সুরাহা হচ্ছে না। একের পর এক ব্যানার ছিঁড়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আল নোমান ও ইউপি সদস্য পংকজ চন্দ বলেন, এসব পোস্টার-ব্যানারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রাজনৈতিক অভিভাবক মোছলেম উদ্দিন আহমদ এমপির ছবি সম্বলিত ব্যানারগুলো ছিঁেড় ফেলছে। অথচ তারা প্রকাশ্যে ও গোপনে এসব ব্যানার ছেঁড়ার ফলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। শাহাদাত হোসেন মুন্না ও ইউপি সদস্য জুয়েল ঘোষ জানান, এভাবে চলতে থাকলে কেউ আর ঈদ, পূজা ও জাতীয় দিবস সমুহে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার-ব্যানার লাগাবে না। এটি বন্ধ করা না গেলে সামনে বিজয়ের মাসের কেউ পোস্টার ব্যনার করবে না। উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস বলেন, সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নেতা-কর্মীরা ব্যানার করলে একটি মহলের গায়ে জ্বালা ধরে। অথচ তারা আবার আওয়ামী রাজনীতিও করেন। দ্রুত এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত কিশোর গ্যাং এর সদস্যরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুসারী।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীর কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
(Last Updated On: ) কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।তবে তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সাইকেলযোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসছিলেন। এ সময় সেতুতে ট্রেনে কাটা পড়েন তিনি। তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো। সেতুর পূর্ব […]
কালুরঘাট সেতুর নিচে ভাসছে গলায় রশি প্যাঁচানো লাশ
(Last Updated On: ) কালুরঘাট সেতুর নিচে কর্ণফুলী নদীতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতনামা একব্যক্তির লাশ ভাসছে। আজ (১ মার্চ) দুপুর থেকে কয়েকঘণ্টা ধরে লাশটি ভাসছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে তারা পুলিশকে খবর দেয়। স্থানীয় অটোরিক্সা চালক মো. আরাফাত বলেন, ‘বিকেল ৪টায় পুরুষের অজ্ঞাতনামা লাশটি কালুরঘাট ব্রিজের নিচে পিলারের সঙ্গে আটকে থাকতে দেখা যায়। এটি […]
‘দুঃখ প্রকাশ’ করেও রক্ষা হলো না খালেদা জিয়ার উপদেষ্টার
(Last Updated On: ) রাজশাহী বিভাগীয় সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপুর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুসসহ দলের চারজন নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছে আবেদনটি জমা […]