প্রধান পাতা

বোয়ালখালীতে বেঙ্গুরা কে বি কে আর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ

(Last Updated On: )

শিক্ষার্থীদের মননশীলতা ও শারীরিক গঠনে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা বিকল্প নাই। বেঙ্গুরা কে বি কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারোয়াতলী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন একথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমী বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক প্রিয়া দত্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আবুল মোকারম, বোয়ালখালী নিউজ ডট কমের সম্পাদক সাংবাদিক আবুল ফজল বাবুল, বিশিষ্ট ক্রীড়াবিদ ,বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি হারুন অর রশিদ বাবলু, ইউপি সদস্য মোঃ আব্বাস উদ্দিন , পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রিফাত ফাতিমা, শিক্ষানুরাগী ডাঃ মিহির বরণ বড়ুয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ আবদুল গণি ,বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ইউনুছ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।