বোয়ালখালী বৈদ্যপাড়া সার্বজনীন বিহারে বিশ্ব শান্তি তোরণ উদ্বোধন করা হয়েছে। ১৪ জানুয়ারী সকালে এ তোরণ উদ্বোধন করা হয়।
এ ছাড়াও বুদ্ধ প্রতিবিম্ব, বুদ্ধ চৈত্য, বুদ্ধের প্রধান শিষ্যদের জীবনন্যাস, উৎসর্গ সহ নান্দনিক সৌন্দর্যমন্ডিত প্রধান করা হয় । উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন উপ সংঘরাজ শ্রীমৎ শাসনপ্রিয় মহাস্থবির, ভদন্ত বসুমিত্র মহাস্থবির ভদন্ত ডঃ সংঘপ্রিয় মহাস্থবির, মহাসচিব, বা.স. ভি. মহাসভা, ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির, ভদন্ত পরমানন্দ মহাস্থবির সহ পরমপূজ্য ভিক্ষুসংঘ।
এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, উদ্বোধক বাংলাদেশ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সহ সভাপতি লায়ন ডাঃ মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী, প্রধান জ্ঞাতী বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, সংবর্ধিত অতিথি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান সতু বড়ুয়া, অরুণ কান্তি বড়ুয়া দেবু, যুগ্ম সম্পাদক, বা বৌ স, বাবু শচি ভূষন বড়ুয়া, ধর্মীয় সম্পাদক , বা.বৌ. স। এছাড়াও সংবর্ধিত অতিথি ছিলেন মিসেস মনিষা বড়ুয়া, মিসেস ইনা রানী বড়ুয়া, সহ সভানেত্রী, বা. বৌ.স.ম। মিসেস শেলী বড়ুয়া চৌধুরী ও মিসেস বেবী বড়ুয়া – ট্রাস্টি, প্রান্তিক ওয়েলফেয়ার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অলক বড়ুয়া এবং বাংলাদেশ টিভির ইংরেজি সংবাদ পাঠিকা প্রত্যুষা বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্বজনীন বিহার কমিটির সভাপতি বাবু দেশপ্রিয় বড়ুয়া এবং সাধারণ সম্পাদক বাবু বিকাশ চৌধুরী প্রমুখ।