প্রধান পাতা

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের চালায় উঠে ছাউনি ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোস্ত মোহাম্মদ(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে এবং সাবেক ইউপি সদস্য। ২ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী জানান, বিকেলে ঘরের চালার ওপর উঠে ছাউনি ঠিক করতে গিয়ে দোস্ত মোহাম্মদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।