প্রধান পাতা

বোয়ালখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলায় বজ্রপাতে মােঃ জাহাঙ্গীর (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে।রবিবার (৬ জুন) উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের মােস্তফা কামালের বাড়ীর মোস্তাফা কামালের ছেলে।স্থানীয় এলাকাবাসি ইউনুচ আজম খোকন , আজ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। সকালের দিকে জাহাঙ্গীর লেবু বাগানে কাজ করতে যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। জাহাঙ্গীরকে আহত অবস্থায় আশপাশের লোকজন এসে উদ্ধার করে দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারে জাহাঙ্গীরের বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সেই উপার্জন করে সংসার চালাতো।