জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেছে খেলাঘর বোয়ালখালী উপজেলা ।
আজ শুক্রবার (১৭ মার্চ ২০২৩ ) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবদেন করা হয়।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল,দিশারী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রবীর শীল,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিয়া সুলতানা, সদস্য সানজিদা আকতার লিজা, মাররুফুন্নেছা মীম প্রমুখ।