প্রধান পাতা

বোয়ালখালীতে ফেলে যাওয়া নবজাতককে উদ্ধার

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল পাড়ে কাঁদছিল এক সদ্য ভূমিষ্ঠ নবজাতক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গোসল করতে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান গৃহবধূ মুন্নী দাস।

তিনি বাচ্চাটিকে উদ্ধার করে পরম মমতায় বাড়িতে নিয়ে এসেছেন। মুন্নী দাস উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলদাস পাড়ার বাদল দাসের স্ত্রী।

মুন্নী জানান, দুপুর ২টার দিকে খালে গোসল করতে গিয়েছিলাম। এসময় খালের ওই পাড়ে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। অবিরাম কাঁদছিলো শিশুটি। তিনি সাঁতরে ওই পাড়ে গিয়ে দেখেন, একটি নবজাতক শিশু তোয়ালে ও কাপড় মোড়ানো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী বলেন, ৭ নম্বর ওয়ার্ডের শেখ পাড়া এলাকার খাল পাড়ে সদ্য ভূমিষ্ট নবজাতকটি কে বা কারা রেখে যান। দুপুর জেলের পাড়ার গৃহবধূ গোসল করতে গেলে বাচ্চাটিকে দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছেন। এটি ছেলে সন্তান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।