প্রধান পাতা

বোয়ালখালীতে প্রবাসী আজিম উদ্দিন লাভলু’র শোক সভা অনুষ্ঠিত

(Last Updated On: )

বোয়ালখালীতে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি ১৯৯০ ব্যাচের ছাত্র প্রবাসী আজিম উদ্দিন লাভলু,র মুত্যুতে  শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মে) বিকাল ৪টায় একাদশ ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক হাজী আবুল মোহছেন।

পাইলট ৯০ র আহবায়ক আবুল কালাম আবু সভাপতিত্বে ,তাজুল ইসলামের সংঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন লাভলুর পরিবারের মুহাম্মদ আলম, সাংবাদিক আবুল ফজল বাবুল, ডাঃলিটন বড়ুয়া, আয়কর আইনজীবী রিংকু দত্ত,আবদুল আউয়াল বেলাল,আশুতোষ চৌধুরী টিকলু,ইয়াছিন আলী,সৈদুল হক,মোহাম্মদ ইসমাইল,আবুল হাসেম চৌধুরী,দীপু সেন,মিল্টন চৌধুরী, আনন্দ বিকাশ চৌধুরী,প্রদুল কান্তি দে, উজ্জল চৌধুরী,শান্তা বড়ুয়া প্রবাসী  জাহাঙ্গীর আলম,মোঃ, ফোরকান,খোরশেদ আলম প্রমুখ।