প্রধান পাতা

বোয়ালখালীতে পূর্বাশা খেলাঘরের সংগঠক সেতু নাথের মৃত্যুতে শোক

(Last Updated On: )

বোয়ালখালীতে পূর্বাশা খেলাঘরের সমাজ কল্যান সম্পাদক সেতু নাথ (২২) সড়ক দূর্ঘটনাায় পরলোক গমন করেছেন।

১১ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম নগরীর পুরাতন কালুরঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কর্মস্থলে যাওয়ার পথেেএ ঘটনা ঘটে।

তাঁর অকাল মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্রস প্রফেসর মাহফুজা খানম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী,খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমান, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী,পূর্বাশা খেলাঘর আসরের সভাপতি আরিফ উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সজীব কুমার নাথ, দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের, সাধারণ সম্পাদক প্রবীর শীল, দীপায়ন খেলাঘর আসরের সভাপতি প্রনব রায় মিত্র সাধারণ সম্পাদক অজয় দে, সোপান খেলাঘর আসরের সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ,সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, কিশোর কানন খেলাঘরের সভাপতি নন্দন দত্ত, সাধারণ সম্পাদক রুপম চৌধুরী,প্রীতিলতা খেলাঘরের সভাপতি হিমেল দে, সাধারণ সম্পাদক নিশান দাশ, দ্বীপশিখা খেলাঘরের সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।