চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.তাইসীর (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাইসীরুল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়ার মো. তারেকের ছেলে।
সোমবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বেঙ্গুরা জব্বার সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজন জেসমিন জানান, তাইসীর নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। সকাল ১০টার দিকে সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরী বলেন, সকাল ১১টার দিকে তাইসীর নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।