বোয়ালখালীতে পানিতে ডুবে রবিউল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
রবিউল পশ্চিম শাকপুরা এলাকার সোনা মিয়া গাজী বাড়ীর ইমাম উদ্দীনের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে রবিউল নামের এক শিশুকে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের দাদা আবদুস ছমদ মাস্টার বলেন, ইমাম উদ্দীনের তিন মেয়ের পর রবিউলের জন্ম হয়। রবিউল সকালে খেলার সময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরও শেষ রক্ষা হলো না।