চট্টগ্রামের বোয়ালখালীতে এক পাগলা কুকুরের কামড় ও আঁচড়ে ৩ নারীসহ অন্তত: ৬জন আহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) উপজেলার উত্তর সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সরোয়াতলীর কুলছুমা বেগম(৫০), ছখিনা বেগম (৩৫), রাবেয়া বেগম(৬০), মো. কাশেম(৪০), মো. বাচা (৬৫) ও পূর্ব শাকপুরার তরুণ দে (৬৫)। স্থানীয় বাসিন্দা বাবর মুনাফ জানান, শনিবার সকাল থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড় ও আঁচড় দিতে থাকে। দুপুরের দিকে এলাকবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, কুকুরের কামড়ে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।
সম্পৃক্ত খবর
পরীমনির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট
(Last Updated On: ) চিত্রনায়িকা পরীমনির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পরীমনির মামলায় তৃতীয় দফা রিমান্ডের প্রয়োজন ছিল না। মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলেন আর বিচারক রিমান্ড মঞ্জুর করলেন, এটা তো সভ্য সমাজে হতে পারে না। বুধবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার […]
নানির গর্ভে জন্ম হবে নাতনির!
(Last Updated On: ) সন্তানের মুখে হাসি ফোটাতে কত অসাধ্য সাধন করেন মায়েরা। তেমনই একজন মা চ্যালিস স্মিথ। ৫০ বছর বয়সী চ্যালিস আট সন্তানের জননী। তার মেয়ে কেটলিন আক্রান্ত হয়েছেন জটিল রোগে। চিকিৎসকরা জানিয়েছেন, কোনোভাবেই সন্তানধারণ করতে পারবেন না কেটলিন। এ কথা শুনে স্বাভাবিকভাবেই স্থির থাকতে পারেননি তার মা। মেয়ের স্বপ্ন পূরণ করতে এক মুহূর্ত […]
নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে পরীমণির মামলা
(Last Updated On: ) ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলার করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সোমবার (১৪ জুন) সাভার থানায় মামলাটি দায়ের করা হয়। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরো ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত […]