বোয়ালখালীতে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন ও সড়ক দখল করায় মো.ইলিয়াছ নামের এক ইট ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ মার্চ, রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, সড়কের জায়গা দখল করে ইটের ব্যবসা করছিলেন মো. ইলিয়াস নামের এক ব্যবসায়ী। তিনি জনদূর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদ উপনির্বাচন উপলক্ষ্যে প্রচারণার সময় নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, যুবলীগ নেতা শাহাদাত হোসেন গাড়িতে উপজেলা পরিষদ উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পোস্টার সাঁটিয়ে প্রচারণা করছিলেন।
সম্পৃক্ত খবর
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৯ জনের
(Last Updated On: ) ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস এবং ভাঙ্গায় প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ ও ট্রেনে কাটা পড়ে মোট আটজন নিহত হয়েছেন। রোববার (২১ মার্চ) ভোরে ভাঙ্গা সদরের গোলচত্বর এলাকায় এবং সকাল ৯টার দিকে মধুখালীর ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি ও পুখুরিয়া রেলস্টেশন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, ঢাকায় স্নাতকে অধ্যয়নরত কয়েক বন্ধু […]
মামুনুলের ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণাকে উদ্ধার করলো পুলিশ
(Last Updated On: ) হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছেলে ও বাবার দায়ের করা জিডির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুরের একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মোহাম্মদপুরের একটি […]
দেশ-বিদেশে ‘বিশেষ সঙ্গ’ দিয়ে অর্থ আয় করতেন পরীমনি
(Last Updated On: ) চিত্রনায়িকা পরীমনি ‘বিশেষ সঙ্গ’ ও বিভিন্ন পার্টিতে অংশ নিয়ে অর্থ আয় করতেন। আর তাকে সহযোগিতা করতেন কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ। তিনি প্রথমে পরীমনিকে কোটিপতি ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ উদ্দেশ্যে পরিচয় করিয়ে দিয়েছেন। রাজের সঙ্গে মিশু হাসান ও জিসান মিলে ১০ থেকে ১২ জন তরুণী নিয়ে একটি সিন্ডিকেট চালাতেন। উচ্চবিত্ত ও বিভিন্ন […]