প্রধান পাতা

বোয়ালখালীতে দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে কর্ণফুলী নদীর বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন। এসময় কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী খরণদ্বীপ এলাকার আহম্মদ মনসুরকে ৫০ হাজার টাকা ও মো. সাইফুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।