প্রধান পাতা

বোয়ালখালীতে দাখিলা নিতে এসে কারাগারে যুবক

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভূমি অফিসে জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা দিতে এসে বাবলা কুমার পাল (৪৭) নামের এক যুবককে বিনাশ্রম এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ভ্রামমাণ আদালত এ সাজা প্রদান করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। আদালত সূত্রে জানা গেছে, বাবলা কুমার পাল জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা পরিশোধ করে দাখিলা নিতে এসেছিলেন। খতিয়ানটি অনলাইন চেক করলে তা জাল সনাক্ত হয়। এ ব্যাপারে বাবলা কুমার পাল তাঁর অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্গন করায় এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, বাবলা কুমার পাল অসত্য তথ্য প্রদান করে খাজনা রশিদ সংগ্রহের চেষ্টা করেন। তাঁর প্রদত্ত খতিয়ানটি জাল প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়েছে।