বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতলে মানববন্ধন করেছেন নজির ট্রেড সেন্টারের দোকান মালিকরা।
বধুবার (৮ মার্চ) বিকেলে নজির ট্রেড সেন্টারের দোকান বুঝিয়ে দেওয়ার তাগাদা দিয়ে তারা এ মানবন্ধন করেন।
এতে বক্তারা বলেন, বিগত ২০১৪ সালে ইউএইচপি নামের এক ডেভেলপার প্রতিষ্ঠান নজির ট্রেড সেন্টারের প্রায় ২০৫টি দোকান বিক্রি করে। চুক্তি অনুযায়ী তিনবছরের মধ্যে মার্কেট নির্মাণের কাজ শেষ করার কথা। বর্তমানে মার্কেট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে আসলেও প্রতিষ্ঠানটি দোকান বুঝিয়ে দেননি।
দোকান মালিক মোশরাফুল হক বলেন, ডেভেলপার প্রতিষ্ঠানটি ৬ লাখ টাকায় সেলামীতে দোকান বিক্রয় করেন। কথা ছিলো ২০১৭ সালে দোকান বুঝিয়ে দেবে অন্যথায় মাসে ৫ হাজার টাকার করে ভাড়া পাব। তারা ভাড়াও দেয়নি, দোকানও দেয়নি। একই কথা জানালেন দোকান মালিক গিয়াস উদ্দিন। তিনি বলেন, ১৪ লাখ টাকায় দোকান নিয়েছি। কিন্তু আজো বুঝে পাইনি।
জমিদাতা জাফর আহমদ জানান, ডেভেলপার প্রতিষ্ঠানটিকে প্রায় ৪০ শতক জমি দিয়েছিলাম ৪০ ভাগ অংশীদার ভিত্তিতে। কিন্তু প্রতিষ্ঠানটি আমার অংশ বুঝিয়ে না দিয়ে চুক্তি ভঙ্গ করে আরেকটি প্রতিষ্ঠানের কাছে মার্কেট বিক্রি করে দিয়েছে।