প্রধান পাতা

বোয়ালখালীতে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ডাকাতি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও সাতগাছিয়া মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আছহাব উদ্দিনের নেতৃত্বে বোয়ালখালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিযাউল জব্বার ও বোয়ালখালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ বোয়ালখালী থানার সংগীয় টিম।

গ্রেফতারকৃত বখতিয়ার উদ্দিন (৪৮) বোয়ালখালী পৌরসভা পশ্চিম গোমদন্ডী ইউছুপ সওদাগরের বাড়ীর আবু তাহেরের পুত্র।

বোয়ালখালী থানা সূত্রে জানা যায়, বোয়ালখালী থানার মামলা নং ২(৮) ২০১৫ ধারা ৩৯২ দণ্ডবিধি তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। রায়ের পর থেকে বখতিয়ার পলাতক ছিলেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আছহাব উদ্দিন বলেন, বখতিয়ার উদ্দিনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের পর আগামীকাল (১১ সেপ্টেম্বর) সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।