প্রধান পাতা

বোয়ালখালীতে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়কে মিনি ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন আজিজুর রহমান নামের এক চালক। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানি জমিতে পড়ে যায়।

নিহত আজিজ পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর পাঁচটার দিকে উপজেলার কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কের আকুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মিনি ট্রাকটি কানুনগোপাড়ার দিক থেকে শ্রীপুর অভিমুখে দ্রুত গতিতে যাচ্ছিল। এসময় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানি জমিতে উল্টে পড়ে। ঘটনাস্থলেই ট্রাক চালক মারা গেছেন। তাকে উদ্ধার করে স্বজনরা পটিয়ায় নিয়ে গেছে।