প্রধান পাতা

বোয়ালখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

(Last Updated On: )

বোয়ালখালীতে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে চরণদ্বীপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসাইন সজিব’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদুল হক, এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর মোঃ নওশাদ আলী, উপজেলা ক্রীড়া সংংস্থার সহ সভাপতি ও প্রধান শিক্ষক কামরুল হাসান,এস এম আলী আকবর, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশীদ বাবলু, প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ’সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৮ জুন থেকে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার মোট ৮ টি স্কুল অংশ গ্রহণ করেন।