প্রধান পাতা

বোয়ালখালীতে জগদানন্দ মিশনের রথযাত্রা অনুষ্ঠিত

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে কধুরখীল জগদানন্দ মিশনের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই, শুক্রবার এ উপলক্ষ্যে জগদানন্দ মিশনে হরিনাম সংর্কীতন, জগন্নাথ দেবের পূজা, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়। দুপুর আড়াইটায় বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রায় ভক্ত-দর্শনার্থীরা অংশ নেন। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরে শেষ হয় এ রথযাত্রা। এতে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, সহ-সভাপতি মিহির কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, জগদানন্দ মিশন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, ইউপি সদস্য শংকর চন্দ, শিক্ষক সুধীর দেবনাথ, নারায়ণ নাথ, শিমুল পাল, সাজীব বৈদ্য, সরোজ চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী বিশু, বিশুরাম বসু সাটু, তাপস চৌধুরী দীপেন, নবজিৎ চৌধুরী রানা, টিনট দে টিটু, মিথুন চৌধুরী রনি, প্রসেনজিৎ দাশগুপ্ত রাজা, স্বপন শীল, গিরিজা শংকর রায় ফুলু, রঘুনাথ মজুমদার, শ্যামল দত্ত, মিল্টন দেওয়ানজী, প্রভাষ চক্রবর্তী, যীশু নাথ, অরবিন্দ চৌধুরী, টিংকু দে ও পরিতোষ নাথ উপস্থিত ছিলেন।