চট্টগ্রামের বোয়ালখালীতে এক পরিবারের ঘরের দরজার সামনে কাফনের কাপড় রেখে গেছেন দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে ১৩ জুলাই, বুধবার থানায় সাধারণ ডায়েরী করেছেন গৃহকর্তা মো. মিজানুর রহমান। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর আদু খা বাড়ীর মৃত মুসলিম মিয়ার ঘরের দরজার কাফনের কাপড় ও কাফনের প্রয়োজনীয় সামগ্রী একটি লাল থলে করে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গৃহকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা আমার ঘরের দরজার সামনে আতর, আগর বাতি, কর্পূর ও একসেট কাফনের কাপড় লাল থলে করে রেখে যান। এতে আমার পরিবারের সবাই আতঙ্কে রয়েছি। কোরবানের ঈদের পরদিন স্থানীয় এক ব্যক্তির সাথে ঝগড়া হয়েছিল। ধারণা করছি তারাই হয়তো এ ঘটনা ঘটিয়েছে।’ স্থানীয় সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলাল হোসেন বলেন, ‘এলাকায় যারা ডাকাতি, চুরি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের এ ধরণের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।’ চেয়ারম্যান জানান, সারোয়াতলীর খিতাপচর এলাকায় প্রতিদিনই মাদকের হাট বসে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।’
সম্পৃক্ত খবর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত
(Last Updated On: ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী পৌরসভার সম্মেলনে বৈষম্যহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা , মৌলবাদ সাম্প্রদায়িকতা বিরোধী রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় দেশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।আজ শুক্রবার (২২ এপ্রিল) বিকালে পার্টির অস্থায়ী কার্যালয়ে কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এ আহবান জানাননো হয় ।পার্টির পৌর শাখার সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার […]
বোয়ালখালীতে ৬ কেন্দ্রের অভিভাবকদের বসার ব্যবস্থা করলেন এমপি
(Last Updated On: ) বোয়ালখালী উপজেলার ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এতে পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে আসেন অভিভাবকরা। কেন্দ্রের বাইরে নির্ধারিত স্থান না থাকায় অভিভাবকদের এদিক-ওদিক ঘোরাফেরা করে সময় কাটাতে হতো। ফলে রাস্তায় ও দোকানের সামনে দাঁড়িয়ে থেকে বিব্রতকর পরিস্থিতিতে থাকেন তারা। তবে এবার সে ভোগান্তির নিরসনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন এমপির […]
বোয়ালখালী পৌরসভার শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন
(Last Updated On: ) বোয়ালখালী পৌরসভার শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে । আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বোয়ালখালী পৌরসভায় ৯ ওয়ার্ডের ২৪টি কেন্দ্রের ১৪৯টি বুথের ভোটাধিকার প্রয়োগ করেন পৌর এলাকার ভোটাররা। প্রায় দীর্ঘ্য ৭মাস পূর্বে বোয়ালখালী পৌর সভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। করোনা ভাইরাসের কারনে তা পিছিয়ে গিয়েছিল। আজ ২০ সেপ্টেম্বর বৃষ্টির মধ্যেও ভোটারদের উৎসব […]