প্রধান পাতা

বোয়ালখালীতে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে গলায় ফাঁস দিয়ে রাসু বড়ুয়া (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল পৌণে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাসু বড়ুয়া শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামের মনিন্দ্র লাল বড়ুয়া বাড়ির মৃত রাস বিহারী বড়ুয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অনুপ দাশ বলেন, দুপুর ১টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন রাসু বড়ুয়া। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, নগরীতে রাসুর মোবাইল সার্ভিসিং দোকান রয়েছে। তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা। গত কয়েকমাস ধরে ব্যবসা বাণিজ্য নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। কারো সাথে খুব একটা কথা বলতেন না রাসু।