চট্টগ্রামের বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দাশের দিঘির পাড়ে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী শাখা। সম্প্রতি একের পর এক গরু লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সংগঠনের সভাপতি শ্যামল বাবুর সভাপতিত্বে শিক্ষকনেতা আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, দাশের দিঘির পাড় ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ, সোপান খেলাঘরের সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, কৃষকনেতা রফিক ভান্ডারী,শিক্ষক মফিজুর রহমান, যুবনেতা সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন, ছাত্রনেতা রুপন দাশ, আবুল কাশেম বুলবুল, কৃষকনেতা নুরুল ইসলাম ও শ্রমিকনেতা অসিম শীল। এ ব্যাপারে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মহিউদ্দিন সুমন বলেন, চোরাই গরু উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে নিখোঁজ কবিয়াল, সন্ধানে ডায়েরী
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে কবিয়াল সরকার কমল দাশ (৬৬) দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে বোয়ালখালী থানায় ডায়েরী করেছেন ছেলে অন্তর দাশ। গত ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে সাদা শার্ট ও লুঙ্গি পড়ে ঘর থেকে বের হয়েছিলেন সরকার কমল দাশ। তিনি বাড়ি না ফেরায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তাঁর পরিবার। কমল দাশের ছেলে অন্তর […]
সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে- মোছলেম এমপি
(Last Updated On: ) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, সরকারের পাশাপাশি স্ব স্ব এলাকায় ধর্নাঢ্য ব্যক্তিরা সহযোগিতা করলে সমাজের অসহায় মানুষের উপকার হয়। যারা সাহায্য নিয়ে এগিয়ে আসেন তাদের ধন্যবাদ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ এখন আর স্বপ্ন নয় সেটি বাস্তবায়ন আমরা নিজ চোখে […]
বোয়ালখালীতে কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
(Last Updated On: ) কৃষি উপকরনের দাম কমাও,ভর্তুকি দাও,ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালু কর, প্রতি কেজি ধানের দাম ৪০ টাকা নির্ধারন করা ও কৃষক আন্দোলন জোরদার করার আহবানে বাংলাদেশ কৃষক সমিতি বোয়ালখালী উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে | আজ (২৯ ডিসেম্বর ২২) বৃহষ্পতিবার বিকালে উপজেলার কড়লডেঙ্গা নতুন বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন […]