বোয়ালখালীতে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের নতুন শাখা পাহাড়িকা খেলাঘর আসর গঠিত হয়েছে । ২৩ এপ্রিল ২০২৩ ইংরেজী রবিবার বিকালে উপজেলার নতুন বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আসর গঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ডা: অজিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য, বিশেষ অতিথি ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল, মুক্তাঙ্গন খেলাঘরের প্রতিষ্ঠাতা সনৎ বড়ুয়া।
সভায় বক্তব্য রাখেন খেলাঘর সংগঠক অনুপম বড়ুয়া পারু,মো. আবদুল মোবিন মোরশেদ,সুধীর চৌধুরী, চিত্তরঞ্জন চৌধুরী,মনোরঞ্জন বিশ্বাস, সুধির বিশ্বাস,বাবলা মজুমদার,আজগর আলী, সুমন দত্ত,সুব্রত চৌধুরী, সাজু চৌধুরী, সোনা চৌধুরী প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে অনুপম বড়ুয়া পারুকে আহবায়ক,আজগর আলীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।