প্রধান পাতা

বোয়ালখালীতে খেলাঘরের কালরাতে আলোর মিছিল অনুষ্ঠিত

(Last Updated On: )

বোয়ালখালী: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে কালরাতে আলোর মিছিল করেছে বোয়ালখালী উপজেলা খেলাঘরের সদস্যরা। শনিবার সন্ধ্যে সাতটায় উপজেলা শহীদ মিনার চত্বরে ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকবাহিনী হাতে নিহত শহীদের স্মরণে এ আয়োজন করে উপজেলা খেলাঘর। এতে বক্তারা বলেন, এইদিন অপারেশন সার্চ লাইটের মাধ্যমে নির্মম বর্বরোচিত হত্যাযজ্ঞে মেতেছিল পাকবাহিনী। বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় এই নারকীয় হত্যাকান্ড। এই স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল, ক্ষেত মজুর সমিতি উপজেলার শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সমাজসেবক সুজায়েত আলী, মোহাম্মদ সৈয়দ, মো.আজম, দিশারী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রবীর শীল, সহ সাধারণ সম্পাদক নাজমা আকতার, প্রচার প্রকাশনা সম্পাদক রাজিয়া সুলতানা, শিক্ষা ও গবেষনা সম্পাদক সোনিয়া শীল, সানজিদা আকতার লিজা , মোহাম্মদ হাসনাত মহিম, রিয়া শীল, কাইফা আকতার।