চট্টগ্রামের বোয়ালখালীতে মাঠ দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম গোমদন্ডীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান।
এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মো.মোফাজ্জল করিম। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে এর সঞ্চালনায় স্বাগত্য বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. হাজী সেলিম, আবু নাঈম, কৃষক লীগ নেতা সেকান্দর জাবেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দুর্গা পদ দেব, গৌতম চৌধুরী, মো. ফরিদুল আলম ও মো. খোরশেদ আলম। বক্তারা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরের এসএসিপি প্রকল্পের আওতায় ¯েœাবল হাইব্রিড জাতের ফুলকপি চাষাবাদ করে লাভবান হয়েছেন। সরকারের সহায়তা নিয়ে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় দেশে খাদ্য উৎপাদন বাড়ছে। একই সাথে কৃষকরাও লাভবান হচ্ছেন।