প্রধান পাতা

বোয়ালখালীতে কুকুরের কামড়ে আহত ৫

(Last Updated On: )

বোয়ালখালীতে কুকুরের কামড়ে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাহ আহমদ চৌধুরী পাড়া এলাকায় একটি কুকুরের আক্রমণের শিকার হন তারা।

আহতরা হলেন- আতিকুর রহমান (৯), ঈশা দাশ (৯), রায়হান (২১), মো. ওসমান (৩৭) ও মো. সেলিম (৫০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।