চট্টগ্রামের বোয়ালখালীতে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত: ১৫জন আহত হয়েছেন। ২৬ অক্টোবর, বুধবার উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ ঘটনা ঘটেছে। হাসপাতালে আসা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ পালিত। তিনি বলেন, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আয়ান (৫) নামের এক শিশু বিড়ালের কামড়ে আহত হয়েছে। আহতরা হলেন, গিয়াস উদ্দিন (২৮), একরাম হোসেন (২৩), ফারহান (৫), আরিফা (৫), পারভীন আকতার (৩০), কুতুব উদ্দিন (৩৪), জহুর আলম (৬০), কামরুল আমিন (২৩), মফিজুর রহমান (৬২) ও আয়ান (৫)। আহত অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুর ২টা থেকে আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল থেকে পেতন আউলিয়া মাজার গেইট পথচারীদের কামড়াতে শুরু করে। এতে নারী-শিশুসহ অন্তত: ১৫ জন আহত হন। বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, কুকুরের কামড়ে আহত হওয়ার বিষয়ে খবর নিচ্ছি।
সম্পৃক্ত খবর
মাছ চাষের লিজ নিয়ে গ্যারেজ!
(Last Updated On: ) নগরীর জাকির হোসেন সড়কের রেল ক্রসিং থেকে উত্তর দিকে ঝাউতলা-ষোলশহর রেল লাইন ধরে কিছুদূর গেলেই চোখে পড়ে একটি গাড়ির গ্যারেজ। বাস্তবে গ্যারেজ হলেও রেলওয়ের নথিপত্র বলছে এটি জলাশয়। শূন্য দশমিক ৩৩ একরের পাড়বিহীন এই জলাশয়টি মাছ চাষের জন্য রেলওয়ের কাছ থেকে লিজ নিয়েছেন বিপ্লব সেন নামের এক ব্যক্তি। ২০১৭ সালে ১৬টি […]
ড্যান চট্টগ্রামের নতুন কমিটি : সভাপতি ডা. চন্দন দাশ, সম্পাদক ডা. আরিফ বাচ্চু
(Last Updated On: ) চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট (ড্যান) চট্টগ্রাম শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত চতুর্থ সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে ডা. চন্দন দাশকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. আরিফ বাচ্চুকে। কমিটির অন্যরা […]
পাহাড় ধসে নিহত ৪, আহত ১১
(Last Updated On: ) আকবর শাহ ও ফয়’স লেক এলাকায় পাহাড় ধসের ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- লিটন (২৪), ইমন (১৪), শাহীনুর (৩২) ও […]