প্রধান পাতা

বোয়ালখালীতে কিশোর-কানন খেলাঘরের ৮ম সম্মেলন অনুষ্ঠিত

(Last Updated On: )


বোয়ালখালীতে কিশোর-কানন খেলাঘর আসরের ৮ম সম্মেলন ১৭ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার বিকালে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু, প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, অতিথি ছিলেন সংগঠনের বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল,দক্ষিণ জেলার সদস্য জসিম উদ্দিন, বোয়ালখালী উপজেলার সম্পাদক সাজ্জাদ হোসেন।
সংগঠনের সভাপতি নন্দন দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুপম চৌধুরীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি দীপক কুমার চৌধুরী,প্রকাশ দেওয়াজী,স্থানীয় ইউপি সদস্য পঙ্কজ চন্দ, সাবেক সভাপতি ডা: অসীম কুমার চৌধুরী,লাল কমল বিশ্বাস, অলক চৌধুরী।
সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন শোক প্রস্তাব পাঠ করেন বণ্যা দেওয়ানজী, খেলাঘরের ঘোষনা পত্র পাঠ করেন দ্বীপান্বিতা পালিত,দাবী নামা পাঠ করেন পুষ্পিতা চৌধুরী।
সম্মেলনরে নির্বাচনী অধিবেশনে নন্দন দত্তকে সভাপতি রুপম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠিত হয়।নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য।
সংগঠনের সাংষ্কৃতিক সম্পাদক দ্বীপান্বিতা পালিত এর পরিচালনায় সাংষ্কৃতিক অনুষ্ঠানে আসরের শিল্পীরা অংশগ্রহন করে।